শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ সুনামগঞ্জে ৮ জনকে গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ সুনামগঞ্জে ৮ জনকে গ্রেফতার
৬০ বার পঠিত
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ সুনামগঞ্জে ৮ জনকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ সুনামগঞ্জে ৮ জনকে গ্রেফতারভারতীয় সীমান্ত অতিক্রম করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা কোটি টাকার পেঁয়াজসহ সুনামগঞ্জে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ও ৭টি ট্রাক আটক করা হয়।

গত বৃহস্পতিবার(০৯ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠায়।

উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২১), বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২), সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।

খোঁজ নিয়ে জানাযায়,তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে প্রতি রাতে সীমান্তের চিহ্নিত ১২ জনের চোরাচালানী সিন্ডিকেট লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের ও পুলিশের সোর্স পরিচয়দারী বাইজিদ(২৬),জসিম(৪০)সহ ৫-৬জন প্রতি বস্তা পেয়াজ থেকে ২ শত টাকা ও মদ থেকে ১ হাজার টাকা নিয়ে রাতের আধাঁরে যাদুকাটা নদী দিয়ে এসব মালসহ মাদক সহজে আনতেছে। পরে লাউড়েরগড় বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাকে পাঠায়। এই ব্যবসার সাথে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের ও পুলিশের সোর্স পরিচয়দারী বাইজিদ(২৬), জসিম নিজেরাও জড়িত রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানায়। এলাকাবাসীর দাবী এদের নিয়ন্ত্রণ করতে না পারলে এই চোরাচালান বন্ধ হবে না।

এই বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের ও পুলিশের সোর্স পরিচয়দারী বাইজিদ(২৬), জসিমের সাথে যোগাযোগ করার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার আতিয়ার রহমান জানান আমাদের কোনো সোর্স নেই। চোরাচালান বন্ধে সীমান্তে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী জানান,ভারতীয় কোটি টাকার পেঁয়াজ চোরাকারবারিরা পাচার করতে চেয়েছিল। সেই পেয়াজ গুলোসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)