শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » স্বর্ণের দামের রেকর্ড বৃদ্ধি
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » স্বর্ণের দামের রেকর্ড বৃদ্ধি
৮১ বার পঠিত
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বর্ণের দামের রেকর্ড বৃদ্ধি

স্বর্ণের দামের রেকর্ড বৃদ্ধিদে‌শের বাজা‌রে রেকর্ড প‌রিমাণ বে‌ড়ে‌ছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এটির দাম বাড়লো ১,৭৫০ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে হবে ১,০৬,৩৭৬ টাকায়।

রবিবার (১৯ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রবিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,০৬,৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৫৪৫ টাকা বাড়িয়ে ১,০১,৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৪০০ টাকা বাড়িয়ে ৮৭,০১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১,২২৫ টাকা বাড়িয়ে ৭২,৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১,৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)