শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার।
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার।
১২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার।

আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার।হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুরের একটি হাওর থেকে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)সকাল ৮টার দিকে কৃষি জমিতে কাজ করার শ্রমিকগন একটি লাশ পড়ে থাকতে দেখেন।

এই বিষয়টি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে শত,শত লোকজন হাওরে এসে জুরো হতে থাকেন।

এবং লাশটি তেমন পুড়ে না যাওয়াতে এলাকাবাসী লাশটির পরিচয় সনাক্ত করতে পারেন।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক হলো ১২নং সুজাতপুর ইউপির ১নং ওয়ার্ডের ইকরাম ফকির বাড়ির মৃত শের আলী শাহ ফকিরের পুত্র রোমান মিয়া(২২)।
পরিবার সূত্রে জানাযায়, গতকাল ৭ফেব্রুয়ারি (বুধবার)রোমন মিয়া সন্ধ্যার দিকে সিএনজি নিয়ে বের হলে আজ বৃহস্পতিবার তার লাশটি হাওরের মধ্যে পড়ে থাকতে দেখেন শ্রমিকগন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে দুপুর ১টা ৪৩মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট্য আধুনিক হাসপাতালে ময়না তদন্তের প্রেরন করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।

আমরা সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার জড়িতদের গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)