শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » পর্যটন-ভ্রমণ » ১০ ফেব্রুয়ারি থেকে যেভাবে সেন্ট মার্টিন যেতে পারবেন
প্রথম পাতা » পর্যটন-ভ্রমণ » ১০ ফেব্রুয়ারি থেকে যেভাবে সেন্ট মার্টিন যেতে পারবেন
৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ ফেব্রুয়ারি থেকে যেভাবে সেন্ট মার্টিন যেতে পারবেন

১০ ফেব্রুয়ারি থেকে যেভাবে সেন্ট মার্টিন যেতে পারবেনআগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘর্ষের জেরে এই ঘোষণা দেওয়া হয়েছে।

তবে, কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি জানান, মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর অভ্যন্তরীণ ঝামেলার কারণে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই নিরাপত্তাজনিত কারণে নাফ নদী দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।

এর আগে, বুধবার সকালে বান্দরবানের তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ জামান সিদ্দিকী সেন্টমার্টিন রুটে ভ্রমণ বন্ধ রাখার পরামর্শ দেন।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)