বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সভা উদ্বোধন
দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সভা উদ্বোধন
নেত্রকোণার দুর্গাপুরে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ১৩৩তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ জিবিসির প্রেসিডেন্ট পোস্টার বরুন কুমার দারিং।
এ সভার মূল বচন ছিল‘ কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খা প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।’
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয় ও উওরীয় পরানো হয়৷ পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তাবৃন্দ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন ।
আয়োজকরা জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার খ্রিষ্ট ভক্তরা অংশগ্রহণ করবেন। প্রতিদিন পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহণ, সাংস্কৃতিক, প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে ।
এছাড়াও হিসাবনিকাশ, কনভেনশন ভবিষ্যতে কীভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে ।
মেলায় আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিষয়: #উদ্বোধন #কনভেনশন #গারো #দুর্গাপুর #ব্যাপ্টিস্ট #সভা #সাধারণ