শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বরিশাল » গাবখান নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ
প্রথম পাতা » বরিশাল » গাবখান নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ
৭৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবখান নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ

গাবখান নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজঝালকাঠির গাবখান নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি পানিতে ডুবে গেছে। আর অপরটি আটক করা হয়েছে।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাবখান নদীর সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রেজোয়ান বলেন, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে এসে দেখি দুটি জাহাজে সংঘর্ষ হয়েছে। এতে কাউখালীর দিক থেকে আসা খালি কার্গো মারিয়া রহমান-৩ এবং সুগন্ধা নদীর মোহনা থেকে সিমেন্ট বোঝাই নূর-এ মদিনার তলা ফেটে যায়। এরপর নূর-এ মদিনা জাহাজে আস্তে আস্তে পানি ঢুকে সেটি তলিয়ে যেতে থাকে। এই জাহাজে ৭০ লাখ টাকার সিমেন্ট বোঝাই ছিল।

অপর কার্গো জাহাজ মারিয়া রহমান নদীতে ভাসতে ভাসতে গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটিকে আটক করে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকেও থানায় বসিয়ে রাখা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সকালে তাদের টিম এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #  #  #


আর্কাইভ