শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খুলনা » নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার
প্রথম পাতা » খুলনা » নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার
১০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতারনড়াইলের নড়াগাতি থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মাহাবুবুর রহমান (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নড়াগাতি থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াগাতির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী টিফিনের জন্য বাড়িতে যাচ্ছিলো। প্রতিমধ্যে মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক রানা শেখের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক তাকে বিবস্ত্র অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ ফেব্রুয়ারি ভিকটিমের মা বাদি হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশুনির্যাতন দমন আইনে আদালতে জবানবন্দী প্রদান করেছে।



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ