বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » জাস্ট একটি ফানি গল্প
জাস্ট একটি ফানি গল্প
-রাত ১টা বাজে’ একটি বন্ধ চায়ের দোকানে বসে কান্না করছিলাম।
-এমন সময় কিছু হি’জ’রা এসে আমাকে জিঙ্গেস করতে লাগলো।
-কান্না করো কেনো ভাই কি হয়েছে তোমার?
-তাদের দিকে তাকিয়ে উত্তর দিলাম। আজ আমি ঝগরা করে বাড়ি থেকে বের হয়ে এসেছি। ভিষণ ক্ষুদা লাগছে আমার।
-চল আমাদের সঙ্গে’
-না আমি যাবোনা তোমাদের সঙ্গে। তোমরা ভালো মানুষ না।
-পাগল ছেলে একটা। ভয় করিশনা আমাদের সঙ্গে চল তোকে পেট ভরে খাওয়াবো।
-যদি আমার ক্ষতি করো তখন।
-বিশ্বাস রাখতে পারিশ আমাদের উপরে। তোর কোন ক্ষতি করবোনা আমরা।
-এমন কথা শুনে সোয়েব ওদের সঙ্গে চলে যায়’ এর পর থেকে আস্তাগফিরুল্লাহ্ সোয়েব ও এখন হাত তালি দিয়ে বেড়ায়
“অনু_গল্প: #হাত_তালি
কাহিনী ও লেখনীতে : #মি_হাসিব
(বর্তমানে এমন একটি অবস্তা হয়েছে এই হিজরা যাকে ৩য় লিঙ্গ বলে ওদের জন্যে শান্তিতে একটুও বাহিরে বেরানোই যায়না! (তাই বলে কিন্তু সবাই না। কিছু কিছু হিজরাদের ব্যবহার এতোটাই সুন্দর যা বলে বুঝানো যাবেনা)
জাস্ট একটি ফানি গল্প
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বিষয়: #একটি #গল্প #জাস্ট #ফানি