শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজধানী » এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসি
প্রথম পাতা » রাজধানী » এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসি
৫৭ বার পঠিত
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসি

এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসিনগরভবনসহ আওয়াতাধীন সব কার্যালয়ে পানি পান করার ক্ষেত্রে প্লাস্টিকের বোতলের পরিবর্তে পরিবেশবান্ধব কাঁচের গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

৪ ফেব্রুয়ারি, রবিবার ডিএনসিসির সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নগরভবনসহ ডিএনসিসির সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে প্লাস্টিকের বোতলে পানি পান করে আসছেন। এটা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এতে থাকা মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরে মিশে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে।

ডিএনসিসির কাউন্সিলর, বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীকে পানি পানের জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচের গ্লাস ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল থেকে কাঁচের গ্লাস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংবলিত নির্দেশনা জারির অনুরোধ করা হলো।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)