শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রথম পাতা » খেলা » ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
৫৫ বার পঠিত
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশম্যাচজুড়ে একের পর এক সুবর্ণ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। মনে হচ্ছিল গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে এসে বাজিমাত করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ্য এনে দিলেন সাগরিকা। তার গোলে ভর করেই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল বাংলাদেশের মেয়েরা।

ভারতকে ১–০ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব–১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেলেন বাংলাদেশের মেয়েরা।

৪ ফেব্রুয়ারি, রবিবার কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ ইনজুরি সময়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে সাগরিকার গোলে ১-০ ব্যবধানে হারায় সাইফুল বারী টিটুর দল। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩।

ম্যাচ যেভাবে এগোচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল হয়তো ড্র হবে। কিন্তু শেষ মুহূর্তে ভারতকে চমকে দিয়ে দুর্দান্ত গোল করেন সাগরিকা। ইনজুরি সময়ে অধিনায়ক আফিদা খন্দকারের বাড়ানো বলে সাগরিকা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। দুই দল গোল করার সুযোগ পেলেও কেউই সেটি কাজে লাগাতে পারেনি। যার ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সেখানেও কোনো দলই গোলের দেখা পায়নি। তাতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়িয়ে দেয়া লম্বা পাস পান সাগরিকা। বল পেয়েই দ্রুতবেগে ছুটে যান ভারতের ডি বক্সের দিকে। ভারতের গোলরক্ষক আনিকাকে পরাস্ত করে নিচু প্লেসিং শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান সাগরিকা। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।

ম্যাচের বাকি সময়টুকুতে ভারত আর গোল পরিশোধ করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। লিগপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। আর একইদিন রাতে নিয়মরক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)