শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » আবারও আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম
প্রথম পাতা » বিশ্ব » আবারও আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম
৪৬ বার পঠিত
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

আবারও আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দামশিগগিরই সুদের হার না কমানোর সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণ দর হারিয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩৮ ডলার ৫৯ সেন্টে।

তবে দৈনিক হিসাবে কমলেও সাপ্তাহিক ভিত্তিতে বেঞ্চমার্কটির দাম বেড়েছে। চলতি সপ্তাহে যে হার প্রায় ১ শতাংশ। ফলে এখনও আউন্সপ্রতি দর ২০০০ ডলারের ওপরে আছে।

আলোচ্য কার্যদিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ২০৫৩ ডলার ৭ সেন্টে।

একই কর্মদিবসে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি বন্ড ইল্ডও ঊর্ধ্বগামী হয়েছে। তাতে বিদেশি ক্রেতাদের কাছে বুলিয়ন অধিক ব্যয়বহুল হয়ে পড়েছে।

বিদায়ী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৫৩ হাজার মানুষের চাকরি হয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসকে যা ছাড়িয়ে গেছে। তাদের প্রত্যাশা ছিল, আলোচিত মাসে মার্কিন মুলুকে কর্মসংস্থান হতে পারে ১ লাখ ৮০ হাজার জনের।

এতে স্পষ্ট বিশ্বের বৃহৎ অর্থনীতি শক্তিশালী রয়েছে। ব্যবসায়ীদের যা আরও বেশি কর্মচারী নিয়োগ এবং ধরে রাখতে উৎসাহিত করেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর মন্দা থেকে রক্ষা পাবে তারা।

এর আগে গত ৩১ জানুয়ারি বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ঘটেছিল। এর পরের দিনই বেড়েছিল। এদিন আবার কমলো।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)