শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক মাসে সিলেটের সড়কে ঝরলো যত প্রাণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক মাসে সিলেটের সড়কে ঝরলো যত প্রাণ
৫২ বার পঠিত
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মাসে সিলেটের সড়কে ঝরলো যত প্রাণ

এক মাসে সিলেটের সড়কে ঝরলো যত প্রাণনতুন বছরের শুরুতেই সিলেটের সড়কগুলোতে ঝরছে একের পর এক প্রাণ। একদিনে ৪ জন মৃত্যুর ঘটনাও ঘটেছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক জরিপে বলছে- জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫ জনের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়- নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

এর মধ্যে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেলচালক ও আরোহী এবং ৮ জন সিএনজিচালক ও আরোহী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৮ জন, বেপোরোয়া গতির কারণে ৩টি দুর্ঘটনায় ৩ জন, দাঁড়িয়ে থাকা গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জন এবং গাছের সাথে গাড়ির ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)