শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » দিরাইয়ে জলমহাল নিয়ে ফের উ ত্তে জ না
প্রথম পাতা » সুনামগঞ্জ » দিরাইয়ে জলমহাল নিয়ে ফের উ ত্তে জ না
৬২ বার পঠিত
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিরাইয়ে জলমহাল নিয়ে ফের উ ত্তে জ না

দিরাইয়ে জলমহাল নিয়ে ফের উ ত্তে জ নাজলমহাল নিয়ে বিরোধ, সংঘর্ষ, প্রাণহানি ও আঞ্চলিক দাঙ্গা এই শব্দগুলোর সাথে সবচেয়ে বেশি পরিচিত জেলার দিরাই উপজেলার মানুষ। বিগত এক দশকে ত্রিপল মাডারসহ একাধিক প্রাণহানির ঘটনায় জলমহালকে কেন্দ্র ঘটেছে এই উপজেলার বিভিন্ন গ্রামে। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিগত ২৫ বছরের অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা যায়।

এসব দাঙ্গার বেশিরভাগ ছিলই খাস জমি, জলমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ইউনিয়নের মধুরাপুর গ্রামের ইজারকৃত জলমহাল নিয়ে ফের উত্তেজনা বিরাজ করছে । চাতল দীঘা রমজানপুর জলমহালের ইজারদার ও গ্রামবাসীর দ্বদ্ব রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। যা এলাকার কয়েকটি গ্রামে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায় ,চাতল দীঘা রমজানপুর বিল জলমহালটি জয়সিদ্ধি শান্তিপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর অনুকূলে ১৪৩০-১৪৩৫ বাংলা সন মেয়াদে উন্নয়ন পরিকল্পনার আওতায় ইজারা প্রদান করছেন ভূমি মন্ত্রণালয়। ইজারাদার কর্তৃক যথা সময়ে ইজারামূল্য পরিশোধ করে দখলপ্রাপ্ত হওয়ার পর জলমহালটি শাসনে স্থানীয় পাশর্^বর্তী গ্রাম মুরাদপুর শ্রমিকদের জলমহালে নিযুক্ত করে মৎস্যজীবী সমিতি। এতে বাঁধা হয়ে দাঁড়ায় মুধরাপুর গ্রামের একটি প্রভাবশালী চক্র। সরকারি জলমহাল গ্রামের সম্পদ বলে জলমহাল শাসনে ইজাদার মৎস্যজীবী সমবায় সমিতিকে বাঁধা প্রদানের অভিযোগ উঠে মধুরাপুর গ্রামের খোরশেদ মেম্বার, দিল হকসহ স্থানীয় পঞ্চায়েতের কয়েকজনের বিরুদ্ধে। ইজাদার কর্তৃক বাঁশ কাঁটা দিয়ে জলমহালে মৎস্য আশ্রয়স্থল তৈরি করলে এটি লুটপাট করে স্থানীয় দুর্বৃত্তরা চক্র। যার নেপত্ম্যে খুরশেদ গংদের হাত রয়েছে অভিযোগ উঠে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইজারাদার সমিতি। জলমহাল লুটের বিষয়ে খুরশেদ ও দিলহকসহ ৩০ জনের বিরুদ্ধে একটি ননজিয়ার মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে জলমহাল ইজারাপ্রাপ্তির দীর্ঘদিন অতিবাহিত হতে চললেও স্থানীয় প্রভাবশালী চক্রের প্রভাবে জলমহাল ভোগদখল করতে পারছেন মৎস্যজীবী সমিতি সংশ্লিষ্টরা। এতে মধুরাপুর ও মুরাদপুরে গ্রামের মধ্যে জলমহালকে কেন্দ্র করে আঞ্চলিক দাঙ্গা শঙ্কা করছেন স্থানীয়রা।

সম্প্রতি সরেজমিনে চাতল দীঘা রমজানপুরে জলমাহলে গিয়ে দেয়া যায়, জলমাহল এলাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জলমহালে কোনো প্রকার বাঁশ, কাঁটা নেই। জলমহাল এলাকা লোকশূন্য অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয় একাধিক হাঁসের খামারে আবাস্থল হয়ে উঠেছে জলমহালটি।

হাওরের একাধিক কৃষক স্থানীয় একাধিক ব্যক্তিদের সাতে কথা বলে জলমহাল নিয়ে ইজারাদার ও এলাকাবাসীর দ্ব›েদ্বর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জলমহালটি জয়সিদ্ধি শান্তিপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন স্কীমের আওতায় ৫ বছর মেয়াদে ,চাতল দীঘা রমজানপুর বিল জলমহালটি ইজারা নিয়ে আসলেও মধুরাপুর গ্রামের প্রভাবশালী চক্রের কারনে ভোগ করা সম্ভব হচ্ছে না। একাধিকবার জলমহালে লুটপাট করেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। প্রভাবশালী চক্রের ভয়ে জলমহালে যেতে যাওয়া সম্ভব হচ্ছে না।

প্রভাবশালী চক্রের প্রভাবে জলমাহল ভোগদখলে অনিশ্চিয়তায় রয়েছেন বলে জানিয়েছেন সমিতির সভাপতি মো. কুদ্দুস মিয়া। আশঙ্কা প্রকাশ করে তিনি এই মৎস্যজীবী বলেন, আমি সরকারের ঘরে টাকা দিয়ে জলমাহলটি এনেছি । জলমাল দেখবালের জন্য মুরাদপুর গ্রামের কিছু শ্রমিককে দায়িত্ব দিয়েছি। দিলহক ও খুরশেদ গংদের কারনে জলমহালে যেতে পারছিনা। প্রতিনিদির জলমহালে মাছ ধরছে মধুরাপুর গ্রামের মানুষজন। আমার লোকেরা বাঁধা দিলে তাদের উপরন্ত হুমকি প্রদান করা হচ্ছে। স্থানীয় একটি সিন্ডিকেট খামারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জলমহালটিকে হাঁসের আবাস্থল হিসেবে করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুরাদপুর গ্রামের বাসিন্দা সাবাজ মিয়া ও রুশন মিয়া বলেন, বিল আনছে অন্যগ্রামের সমিতি। আমরাসহ আমাদের গ্রামের কিছু লোক শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন। মধুরাপুর গ্রামের কিছু লোক স্থানীয়দের উস্কিয়ে দিয়ে জলমহাল লুট করেছে। প্রতিদিন মাছ ধরছে তারা। তারা আমাদের জলমহালে আমাদের যেতে দিচ্ছে না।

মজু মিয়া নামের আরেকজন বলেন, মধুরাপুর গ্রামের আশেপাশে সরকারি কিছু খাস জমি ও জলমহাল রয়েছে। এই জলমহাল নিয়ে প্রতিবছর মারামারি সৃষ্টি হয়। এই মারামারিতে হতাহতের ঘটনাও ঘটে। এবারও এই জলমহাল নিয়ে তমতমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড়ধরনে দাঙ্গা সৃষ্টি হতে পারে। এতে এলাকার আইনশৃংখলা পরিস্তিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এই সচেতন নাগরিক।

এদিকে জলমহালে ভোগদখলে বাঁধা দেয়ার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করেছেন অভিযুক্ত খুরশেদ আহমদ ও দিলহকসহ স্থানীয় একাধিক পঞ্চায়েতের ব্যক্তি। খুরশেদ আলম বলেন, জলমহাল ভোগ দখলে আমাদের বাঁধা নেই। আমি বা আমরা কেউ কখনো জলমহালে যাইনি। অহেতুক মামলা দিয়ে আমাদের গ্রামের নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে দিরাই উপজেলা সহকারি ভূমি কমিশনার জনি রায় বলেন, জলমহালটি জয়সিদ্ধি শান্তিপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর অনূকুলে রয়েছে। জলমহালটি দখলে যাওয়ার সময় মধুরাপুর গ্রামের লোকজন বাঁধা দেয়। ইউএনও মহোদয়সহ স্থানীয়দের লোকজনের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়েছি। কিন্তু এরপরও মধুরাপুরের লোকজন ব্লক সৃষ্টি করে জলমহাল মাছ আহরন করছিল। আমি নিজে মোবাইল কোর্ট করে একাধিক জনের বিরুদ্ধে জরিমানা করেছিলাম । বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নই। যেহেতু ইজারদার সরকারিভাবে জলমহাল ইজারা নিয়েছেন এতে কেই বাঁধা দিলে এবং অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



বিষয়: #  #  #


সুনামগঞ্জ এর আরও খবর

৪‌ দিন ধ‌রে দোকা‌নে তালা ঝুল‌ছে  ছাত‌কে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা  দোকান ঘ‌রে দিনদুপু‌রে তালা ৪‌ দিন ধ‌রে দোকা‌নে তালা ঝুল‌ছে ছাত‌কে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকান ঘ‌রে দিনদুপু‌রে তালা
ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মুরাদ ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মুরাদ
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩ সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে  ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ।
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
ছাত‌কে ব‌্যবসা‌য়ি পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বনাথে হামলার ঘটনায় এখ‌নো পুলিশ মামলা নেয়‌নি। ছাত‌কে ব‌্যবসা‌য়ি পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বনাথে হামলার ঘটনায় এখ‌নো পুলিশ মামলা নেয়‌নি।
ছাতকে ৯ মাসেও পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির ৩ সদস‌্য ক‌মি‌টির তদন্তে নেই অগ্রগতি ছাতকে ৯ মাসেও পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির ৩ সদস‌্য ক‌মি‌টির তদন্তে নেই অগ্রগতি
রাণীনগরে মাদকের সাত মামলার আসামী চোলাই মদ তৈরির ৭৫লিটার ওয়াসসহ আটক রাণীনগরে মাদকের সাত মামলার আসামী চোলাই মদ তৈরির ৭৫লিটার ওয়াসসহ আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)