শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
৫৭ বার পঠিত
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই

সিলেট থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সাপ্তাহিক সিলেট সমাচার পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রাত ১১টা ৫০ মিনিটের সময় সিলেটের নিজ বাসায় মারা যান। পারিবারিক সূত্রে তথ্য জানা গেছে।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল মুখ আব্দুল ওয়াহেদ খান ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকে ঢাকায় কাজ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ( কেমুসাস) এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্টিত হবে । খ্যাতিমান সাংবাদিক,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ খানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি। স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)