বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » চা বাগানের বাংলো মিললো দূর্লভ প্রজাতির সাপ
চা বাগানের বাংলো মিললো দূর্লভ প্রজাতির সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা বাগানের বাংলো থেকে দুর্লভ প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর ফিনলে টি কম্পানির ভুরভুরিয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলোতে এই সাপটি উদ্ধার করা হয়।
চা বাগানের সহাকারী ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুর রহমান বলেন, বাংলোতে একটি দুলর্ভ প্রজাতির হলুদ ছাপ সাপ দেখে আতংকিত হয়ে পড়েন পরিবারের সবাই। পরে তাঁরা খবর দেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে।
বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করেছি। সাপটির নাম হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
বিষয়: #চা #দূর্লভ #প্রজাতি #বাংলো #বাগান #সাপ