বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কবিতা » অণু কবিতা
অণু কবিতা
:: লুবনা জেরিন সীমা ::
জানিনা কবে কখন কোথায়
করেছিলাম ভুল,
নিয়মিত সে ভুলের দিয়ে যাচ্ছি মাশুল।
জানিনা এর শেষ হবে কবে?
জীবনের আশা ছেড়ে ভাসিয়েছি তরী,
নাবিক হীন যাত্রী আমি,
উড়িয়ে দিয়েছি ছেঁড়া পাল।
কি হবে, না হবে,এসব ভেবে
এখন অকারণে করিনা হুলুস্থুল।
বিষয়: #: লুবনা #অণু #কবিতা #জেরিন #সীমা