বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » বাংলাদেশের কাছে ১৬৯ রানেই অলআউট নেপাল
বাংলাদেশের কাছে ১৬৯ রানেই অলআউট নেপাল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে সুপার সিক্সে বাংলাদেশ যুব দলকে দুই ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে।
৩১ জানুয়ারি, বুধবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে সুপার সিক্সে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।
শক্তির বিচারে দুই দলের পার্থক্য ব্যাপক। নেপালের তুলনায় অনেক অনেক এগিয়ে বাংলাদেশ। সুপার সিক্সে এ ম্যাচে বাংলাদেশের জয়ের প্রত্যাশা করা তাই খুবই স্বাভাবিক। কিন্তু পয়েন্ট টেবিলের প্রক্রিয়াটা বাংলাদেশের সামনের পথকে কঠিন করে তুলেছে। সেমিফাইনালে যেতে এ ম্যাচে তো জিততেই হবে, পরের ম্যাচেও। শুধু তাই নয়, রানরেটের দিকেও খেয়াল রাখতে হবে। অন্যথায় বিদায় নিতে হবে। সেই কঠিন পথের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ১৬৯ রানেই নেপালকে অলআউট করেছে।
ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। শুরুটা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। বাংলাদেশের বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় নেপাল। চতুর্থ উইকেট জুটিতে বিশাল বিক্রম ও ডেভ খানাল ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন। অধিনায়ক খানাল ৬০ বলে ৩৫ রান করেন। তিনটি বাউন্ডারি ছিল তার ইনিংসে।
এরপর নেপালকে ফের চেপে ধরেন টাইগার বোলাররা। ৩ উইকেটে একটা পর্যায়ে নেপালের সংগ্রহ ছিল ৯১ রান। এরপর নিয়মিত উইকেট পতনের কারণে ৭৮ রানে ৭ উইকেট হারায় নেপাল।
শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল। ৩৫ রান করেন খালান। বাংলাদেশ যুব দলের হয়ে ৪ উইকেট নেন রোহানাত দৌলত বর্ষণ।
বিষয়: #অলআউট #নেপাল #বাংলাদেশ