শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন
১৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন

জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবনমোফাজ্জল হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটে হত্যা ও মাদকের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার মৃত ফরমান আলীর ছেলে ছানোয়ার হোসেন, সদরের রহিমাপুর এলাকার মুত ছলিমের ছেলে রাব্বি হাসান লিটন ও ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মাহফুজ। এছাড়া দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলী মিয়ার ছেলে এরফান রশিদকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে ছানোয়ার পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

মামলার বিবরণে জানা গেছে, ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘ দিন থেকে এনে দেওয়ার জন্য বলতেন স্ত্রীকে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। এরই জেড়ে ২০১৯ সালের ১০ মার্চ রাতের কোন এক সময় আসামী ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরের দিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে ২০২১ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করে পুলিশ।



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)