শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » ‘ডুবন্ত নৌকায় কেউ থাকতে চায় না, নৌকা ডুবছে’
‘ডুবন্ত নৌকায় কেউ থাকতে চায় না, নৌকা ডুবছে’
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মমতা ব্যানার্জী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যটিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যদিও কংগ্রেস নেতারা আশা ছাড়তে নারাজ। দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে ফোন করেছেন মমতাকে। তাহলে কি জোটের সম্ভাবনা এখনো আছে?
না, তেমনটি মনে করেন না পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, বাংলায় জোটের কোনো সম্ভাবনা নেই। ওই জোট কোনোভাবেই দাঁড়াবে না।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় এক পদযাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার। সেই পদযাত্রার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
সুকান্ত মজুমদারের মতে, ওদের কোনো নীতি নেই, নেতা নেই। তাহলে জোট দাঁড়াবে কীভাবে? ওদের জিজ্ঞেস করলেই বলে, নরেন্দ্র মোদীকে সরাতে চাই। এভাবে কি ভোট পাবে? পররাষ্ট্রনীতি, অর্থনীতি নিয়ে তাদের কোনো চিন্তা নেই।
\
পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হওয়ায় বিজেপির লাভ কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপির জোটেও আপত্তি নেই, ঘোটেও আপত্তি নেই। নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন।
বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমারের বিজেপিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে সুকান্ত বলেন, ডুবন্ত নৌকায় কেউ থাকতে চায় না। নৌকা ডুবছে।
বিষয়: #ডুবছে #ডুবন্ত #নৌকা #নৌকায