শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » জগন্নাথপুরে বিদ্যুতের ট্রান্সফমার ও গরু চুরির ঘটনায় উদ্বেগ
জগন্নাথপুরে বিদ্যুতের ট্রান্সফমার ও গরু চুরির ঘটনায় উদ্বেগ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতের ট্রান্সফমার ও গরু চুরির ঘটনায় উদ্বেগ করা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এমন উদ্বেগ প্রকাশ করেন।
সভায় জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ (আবাসিক) কার্যালয়ের সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম পাভেল জানান, গত ১৫ দিনের জগন্নাথপুরে চারটি বৈদ্যুতিক ট্রান্সমার চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে উপজেলার ঘোষগাঁও ও কেইনবাড়ী আটঘর থেকে থেকে দুই ট্রান্সফমার চুরি হয়। এছাড়া কুবাজপুর এলাকা থেকে দুইটি ট্রান্সফমার চুরি করে স্থানীয় মাদরাসার পাশে ফেলে গেছে চোরেরা। হঠাৎ করে উদ্বেগজনকভাবে চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।
উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানালেন, সম্প্রতিকালে আমার ইউনিয়নে প্রায় ১৫টি গরু চুরি হয়েছে।চুরি ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে আতংক বিরাজ করছে। চুরি রোধে পুলিশ প্রশাসনের তৎপরতা আরো বৃদ্ধি করতে আহবান জানিয়েছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চুরি প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এরমধ্যে পুলিশ চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুরের এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহীম ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
বিষয়: #গরু #চুরি #জগন্নাথপুর #ট্রান্সফমার #বিদ্যুত