বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড।।
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি মাদ্রাসার গেটে দাড়িয়ে ছাত্রীদের কে উত্যক্ত করার দায়ে ২ বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ টায় অভিযুক্তদের কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়ে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সংরাম রায়পাড়ার, মহিবুর মিয়ার ছেলে অভিযুক্ত মো: নাঈম মিয়া কে আড়াই মাস ও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ ইমামুল মিয়া(২০)কে ১ মাসের কারদন্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সাইফুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান অভিযুক্ত হিসেবে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) এর আরও একজন ছিল। আলমগীর মিয়া(২২) পিতা ইব্রাহিম মিয়া,গ্রাম মীর মহল্লাহ (পছার বাগ)।
সে সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় থেকে পালিয়ে গেছে।
এদিকে পালিয়ে যাওয়া যুবক পরে আত্মসমর্পণ করলে ভ্রাম্যমান আদালত ঐ যুবক
আলমগীর মিয়া(২২)কে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন বলেও জানান,নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী।
এই অভিযুক্ত আলমগীর মিয়া(২২) সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় থেকে পালিয়ে যাওয়ার পর পরবর্তীতে আত্মসমর্পণ করে।
বিষয়: #বানিয়াচং #মাদ্রাসা #হবিগঞ্জ