শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জীবনযাপন » ধর্ষণের শঙ্কা দেখা দিলে যে দোয়া পড়বেন
প্রথম পাতা » জীবনযাপন » ধর্ষণের শঙ্কা দেখা দিলে যে দোয়া পড়বেন
৬১ বার পঠিত
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের শঙ্কা দেখা দিলে যে দোয়া পড়বেন

ধর্ষণের শঙ্কা দেখা দিলে যে দোয়া পড়বেনদোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা মুমিনকে দোয়া কবুলের মাধ্যমে যেকোনো বিপদাপদ, ভীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করেন। বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন দোয়া শিখিয়েছেন রাসুলুল্লাহ (স.)। ধর্ষণের শিকার হওয়ার আশংকা অনুভব হলেও দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে।

তেমনই একটি দোয়া হলো- اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ فَلاَ تُسَلِّطْ عَلَىَّ الْكَافِرَ‏ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, ওয়া বিরাসূলিকা, ফালা তুসাল্লত্ব আলাইয়্যাল কাফির।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি যদি আপনার উপর ও আপনার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে এই কাফিরকে আমার উপর চাপিয়ে দিবেন না।’

উল্লেখিত দোয়াটি করেছিলেন হজরত সারা (আ.)। আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (স.) বলেন, ইবরাহিম (আ.) সারা (আ.)-কে নিয়ে হিজরত করে এমন এক জনপদে উপনীত হলেন, যেখানে একজন স্বৈরাচার বাদশাহ ছিল। সে তাঁকে বলে পাঠাল যে, যেন তিনি ’সারা’ কে তার কাছে পাঠিয়ে দেন। তিনি তাকে পাঠিয়ে দিলেন। সে ‘সারার’ দিকে অগ্রসর হতে লাগল। ওদিকে ‘সারা’ অজু করে সালাত (নামাজ) আদায় করতে লাগলেন আর দোয়াটি পড়লেন। ফলে সে শ্বাসরুদ্ধ হয়ে (মাটিতে পড়ে) গোড়ালি দিয়ে ঘর্ষণ করতে লাগল। (সহিহ বুখারি: ৬৪৮০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দোয়ার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার তাওফিক দান করুন। ইজ্জত-সম্মান ও চারিত্রিক মর্যাদা অক্ষুণ্ন রাখার তাওফিক দান করুন। আমিন।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)