সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বড় হচ্ছে মন্ত্রিসভা, স্থান পাবেন কি সিলেটের বঞ্চিতরা?
বড় হচ্ছে মন্ত্রিসভা, স্থান পাবেন কি সিলেটের বঞ্চিতরা?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে নবগঠিত মন্ত্রিসভার আকার বাড়বে বলে গুঞ্জন রয়েছে। বিদায়ী মন্ত্রিসভা ৪৮ সদস্যের থাকলেও বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৬ জন। তাই এবার মন্ত্রিসভায় আরও ১০ থেকে ১২ জন যুক্ত হতে পারে বলে আলোচানা রয়েছে। এতে সিলেটের বাদ পড়া মন্ত্রীদের মধ্যে কেউ কেউ ফের স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের কর্মপরিধি সহজ করার স্বার্থে সংরক্ষিত আসনে নারীদের নাম চূড়ান্ত হওয়ার পর এ মন্ত্রিসভার আকার বাড়ানো হবে। সংরক্ষিত আসন থেকে দু-একজন, নির্বাচিত এমপিদের থেকে কয়েকজন এবং শরিক দল ও টেকনোক্র্যাট কোটায় আরও দুজন আসতে পারে বর্ধিত মন্ত্রিসভায়। গত কয়েকদিন ধরে এ আলোচনার গুঞ্জন রয়েছে।
গত মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে ড. এ কে আবদুল মোমেন (পররাষ্ট্রমন্ত্রী), এম এ মান্নান (পরিকল্পনামন্ত্রী), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী), শাহাব উদ্দিন (জলবায়ু ও পরিবেশবিষয়ক মন্ত্রী) ও অ্যাডভোকেট মাহবুব আলী (বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী) দায়িত্ব পালন করেছেন।
দলের একাধিক নেতা জানান, মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রচুর কাজ থাকে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে সরকার কাজ করছে। সে কারণে কাজকে সহজ করে দ্রুত বাস্তবায়ন করাই চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কয়েকজনকে দায়িত্ব দিয়েছে। আরও অভিজ্ঞদের দায়িত্ব দেওয়া হবে।
দায়িত্বশীল এক নেতা জানান, সামনে সংরক্ষিত নারী আসনের বিষয়টি আছে। সেটি দ্রুতই নিষ্পত্তি হবে। তারপরই হতে পারে সিদ্ধান্ত। এদিকে বর্তমানে অনেকেই সংরক্ষিত আসনে এমপি হতে জ্যেষ্ঠ নেতাদের বাসায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে। গতবারের মতো এবারও শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত সবাই আওয়ামী লীগের। শরিক দলের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।
একাধিক সূত্র জানিয়েছে, ফাঁকা থাকা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন, কিন্তু প্রতিমন্ত্রী নেই, সেখানে একজন প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে।
প্রসঙ্গত- নতুন মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরী স্থান পান। এতে মৌলভীবাজার ও সিলেটের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। একইভাবে বেশ হতাশা হন কেউ কেউ।
বিষয়: #নির্বাচন ২০২৪