সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১৪ বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১৪ বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪-বিজিবি)।
সোমবার বিকেলে পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা মাঠে ২শ’ জন শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ১৪ বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো: শাফায়াত জামিল অনব, জয়পুরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, কড়িয়া কোম্পানি ক্যাম্প কমান্ডার সুবেদার মহিদুল ইসলাম, আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন, ইউপি সদস্য রুহুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, বিজিবি সবসময় মাদক বিরোধী অভিজান এবং সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি যেকোনা দূর্যোগ মহুর্তে জনগণের পাশে দাঁড়ায় এবং এমন মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #জয়পুরহাট #বিজিবি #বিতরণ #শীতবস্ত্র