রবিবার ● ২১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘টুকটুকি, ইকরি, শিকু, হালুমদের’ সঙ্গে ব্যারিস্টার সুমনের একদিন
‘টুকটুকি, ইকরি, শিকু, হালুমদের’ সঙ্গে ব্যারিস্টার সুমনের একদিন
‘টুকটুকি, ইকরি, শিকু, হালুমদের’ সঙ্গে ব্যারিস্টার সুমনের একদিন
হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠান ‘আমাদের বিদ্যালয়ে সিসিমপুরে’ অংশগ্রহণ করেছেন।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি চুনারুঘাটের একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজন উদ্বোধন করেন।
চুনারুঘাটস্থ সৈয়দ মদরিছ আলী একাডামি সংলগ্ন মাঠে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও সিসেমি ওয়ার্কশপ কর্তৃক বাস্তবায়নাধীন ইউএসআইডি’স প্রমোটিং এডুকেশন ফর আর্লি লার্নারস প্রকল্পের আওতায় এসময় শিশুদের জন্য সিসিমপুর কস্টিউমড কারেক্টার লাইভ শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ১০ নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, চুনারুঘাট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সৈয়দ মদরিছ আলী একাডেমির সভাপতি সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশ সিসিমপুর প্রকল্পের ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার পার্থ সারথি চক্রবর্তী। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বর্ণমালা বিদ্যালয়, ক্রিয়েটিভ লার্নারস স্কুল, কোয়ালিটি লার্নারস স্কুল, ইউনিক কিন্ডারগার্টেন, সৈয়দ মদরিছ আলী একাডেমি এর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আরডিআরএস বাংলাদেশ সিসিপুর প্রজেক্টের উপজেলা এডুকেশন কোর্ডিনেটর ও ইনক্লুসিভ এডুকেশন ফ্যাসিলিটেটরগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেলিভিশনে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর এর জনপ্রিয় ক্যারেক্টার ইকরি, শিকু, হালুম ও টুকটুকিদের পারফরম্যান্স সরাসরি শিশুদের প্রদর্শন করতে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলগুলোতে মাসব্যাপী এ আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দাতা সংস্থা ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রকল্পভুক্ত ২৫০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫০ টি প্রদর্শনী সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় এ আয়োজনে অংশগ্রহণকারী ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ টি ফুটবল ও জার্সি কেনার উদ্দেশ্যে প্রধান অতিথি এমপি সুমন নগদ ১০ হাজার টাকা অনুদান দেন।
পরে আরডিআরএস প্রতিনিধিগন এ অর্থ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
সিলেটভিউ
বিষয়: #নির্বাচন ২০২৪