শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রত্যয়ের অপেক্ষায় আজও ডুবে আছে ‘রজনীগন্ধা’
প্রত্যয়ের অপেক্ষায় আজও ডুবে আছে ‘রজনীগন্ধা’
মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে ৯টি যানবাহনসহ পদ্মা নদীতে আটকে পরা ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার আড়াই দিন পার হলেও এখনো পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসার পর ফেরি উদ্ধারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার সকাল ৮টায় দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম নামের দুই উদ্ধারকারী জাহাজ দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হলেও আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা পেরিয়ে গেলেও ফেরিটি উদ্ধার করা যায়নি।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি থাকায় ফেরিটি উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এসে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করবে
বিষয়: #অপেক্ষা #প্রত্যয় #রজনীগন্ধা