শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাধুলা পরিবেশ তৈরী করব - এমপি রঞ্জিত চন্দ্র সরকার
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাধুলা পরিবেশ তৈরী করব - এমপি রঞ্জিত চন্দ্র সরকার
সুনামগঞ্জ প্রতিনিধি
কোনো অনিয়ম সহ্য করা হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে পিছনে পড়া হাওর পাড়ে মানুষের উন্নয়ন করতে পারি পাশে থাকতে পারি। কোনো ধান্দাবাজের হাতে দায়িত্ব না দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উন্নয়ন করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
এসময় তিনি বলেন,আমিও ছোটবেলায় স্কুল জীবনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আজকের এই অনুষ্ঠানে মনে হয় আমরা সেই কিশোর জীবনে ফিরে এসেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে আমি এই খেলার মাঠটি সংস্কার করা যায় সে ব্যবস্থা করবো। কোনো ধান্দাকুর ব্যক্তিকে না দিয়ে এখানের বরাদ্দটা যেনো একশো পার্সেন্ট মাঠের কাজে লাগে তা আমরা নিজেরা সবাই মিলে তদারকি করে তাহিরপুরের এ মাঠটিকে খুব দ্রুত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করব। আমি নতুন আমাকে আপনারা সহযোগিতা করবেন,পরামর্শ দিবেন আর আপনাদের নিয়েই জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করব।
তিনি আরও বলেন,সড়ক যোগাযোগ সহ সকল ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। পিছিয়ে থাকলে চলবে এগিয়ে থাকতে হবে এগিয়ে থাকবে সবারই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যতার বিষয়ে জানাবেন। আমি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারীগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্ব বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁ,সাধারন সম্পাদক অমল কান্তি কর প্রমুখ। পরে খেলায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার তুলে দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার।
বিষয়: #এমপি #খেলাধুলা #চন্দ্র #তৈরী #পরিবেশ #মিনি #রঞ্জিত #রাসেল #শেখ #সরকার #স্টেডিয়াম