শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় মিধিলি: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় মিধিলি: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
” ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বৃষ্টি অব্যাহত থাকবে ”
ডেস্ক : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে।
এর জেরে শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল বন্ধ রেখেছে বলে জানান বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
তিনি জানান, নদীবন্দরে ২ নম্বর সংকেত থাকায় সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
তবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও তীব্র হওয়ায় লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযানকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পটুয়াখালীর দিকে ধেয়ে এসেছে।
চারটি সমুদ্রবন্দরকে পূর্ববর্তী সাত ও ছয় নম্বর সংকেত সরিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বিষয়: #ঘূর্ণিঝড়