মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্য » নিবন্ধনহীন হাসপাতাল নিজ উদ্যোগে বন্ধ না করলে কঠিন পদক্ষেপ : স্বাস্থ্যমন্ত্রী
নিবন্ধনহীন হাসপাতাল নিজ উদ্যোগে বন্ধ না করলে কঠিন পদক্ষেপ : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, যেসব হাসপাতাল নিবন্ধন না নিয়ে অথবা নিবন্ধনের আবেদন করেই কার্যক্রম শুরু করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনসিস সেন্টার, ক্লিনিকগুলোকে স্বউদ্যোগে বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
১৬ জানুয়ারি, মঙ্গলবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সামন্ত লাল সেন বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এ নিয়ে কাজ করছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না।
বিষয়: #নির্বাচন ২০২৪