শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » বউ ঘরের লক্ষী
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » বউ ঘরের লক্ষী
১০০ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বউ ঘরের লক্ষী

বউ ঘরের লক্ষী১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।
… রবীন্দ্রনাথ ঠাকুর।
২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।
…হুমায়ুন আহমেদ।
৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।
…সুনীল গঙ্গোপাধ্যায়।
৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।
…কাজী নজরুল ইসলাম।
৫.প্রতিদিন একবার স্ত্রীকে ” আমি তোমাকে ভালোবাসি” বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।
…সত্যজিৎ রায়।
৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।
…মার্ক জুকারবার্গ।
৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।
… ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।
…….জীবনানন্দ দাশ।
কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না
এমন বাস্তবসম্মত পোস্ট এবং রোমান্টিক সকল গল্প পেতে পেজটা ফলো করে রাখুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)