রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় দুই জুয়ারির কারাদণ্ড।।
আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় দুই জুয়ারির কারাদণ্ড।।
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের গতকাল থেকে শুরু হয়ে গেছে ভৈরব মন্দির মাঠে পৌষ সংক্রান্তি মেলা।
প্রতি বছরের ন্যায় এবারও মেলা শুরু হয়েছে আজ রবিবার।
কিন্তু একদিন পূর্ব থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার লোকজন এই মেলায় আসেন এবং তারা বিভিন্ন রকমারি পসরা দিয়ে সাজিয়ে তুলেন তাদের নিজ দোকানকে।
এই মেলাটি চলে রবি ও সোমবার পর্যন্ত দুই দিন।
কিন্তু মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণীর জুয়াড়িরা এবং মেলার মাঠের আশপাশে জুয়ার বোর্ড বসায়।
এমন সংবাদ পেয়ে ১৪জানুয়ারি (রবিবার) দুপুরে মেলার মাঠে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম৷
এসময় জুয়া খেলার দায়ে দুইজনকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলো,আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া(২১) এবং বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া(২২)।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি আমরা এবং এরই ধারাবাহিকতায় জলসুখায় জুয়া মেলা থেকে জুয়া খেলার দায়ে আটক করা হয়।
এবং ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।
আকিকুর রহমান রুমন।
বিষয়: #আজমিরীগঞ্জ #কারাদণ্ড #জুয়ারি #দুই #পৌষ #মেলা #সংক্রান্তি