শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রেসিপি » আসছে পৌষ পার্বন, গুড়ের পায়েস রাঁধবেন কীভাবে?
প্রথম পাতা » রেসিপি » আসছে পৌষ পার্বন, গুড়ের পায়েস রাঁধবেন কীভাবে?
৬২ বার পঠিত
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসছে পৌষ পার্বন, গুড়ের পায়েস রাঁধবেন কীভাবে?

শীতে নতুন গুড় দিয়ে রাঁধা পায়েসের স্বাদের সঙ্গে কোনও কিছুর তুলনা করা বৃথা। পৌষ সংক্রান্তির দিন আর কিছু হোক না হোক, গুড়ের পায়েস খাওয়ার রেওয়াজ বহু পুরনো।

তবে অনেকেরই একটা সমস্যা হয়। পায়েসের দুধের মধ্যে গুড় মেশানো মাত্রই তা কেটে যায়। যত ভাল ভাল উপকরণই মেশান না কেন, তার স্বাদ ম্লান হয়ে যায়।

এ বছরও যদি একই রকম বিপদে পড়েন, কী হবে? চিন্তা নেই। উপায় জানলে গুড়ের পায়েসও হবে অমৃতের মতো।

গুড়ের পায়েস তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ:

গোবিন্দভোগ চাল: ১ কাপ

দুধ: ২ লিটার

নলেন গুড়: ১ কাপ

কাজুবাদাম: ৩ টেবিল চামচ

কাঠবাদাম: ২ চেবিল চামচ

পেস্তাবাদাম: ১ টেবিল চামচ

কিশমিশ: ২ টেবিল চামচ

ঘি: ১ টেবিল চামচ

তেজপাতা: ২টি

ছোট এলাচ: ২টি

প্রণালী:

১) প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। তার পর আধঘণ্টা ভিজিয়ে রাখুন।

২) এ বার কড়াইতে ঘি গরম করুন। এর মধ্যে দিয়ে তেজপাতা এবং ছোট এলাচ।

৩) সামান্য নাড়াচাড়া করে এ বার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিন।

৪) অন্য একটি পাত্রে দুধ গরম হতে দিন। ফোটানোর প্রয়োজন নেই। তবে ফ্রিজ থেকে বার করেই সরাসরি কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দেওয়া যাবে না।

৫) এ বার চালের মধ্যে ওই ঈষদুষ্ণ দুধ অল্প অল্প করে মেশাতে থাকুন। চাল সেদ্ধ হচ্ছে কিনা, তা বুঝে ক্ষেপে ক্ষেপে দুধ মেশাতে থাকুন।

৬) চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে এ বার গুড় দিতে হবে। তবে এই গুড় মেশানোর সময়েই রয়েছে আসল কায়দা।

৭) ছোট একটি পাত্রে খানিকটা ঈষদুষ্ণ দুধ নিন। তার মধ্যে মেশান গুড়। পাটালি গুড় বা ঝোলা গুড় দুই-ই ব্যবহার করতে পারেন।

৮) দুধের মধ্যে গুড় ভাল করে মিশে গেলে তার পর কড়াইতে ঢেলে দিন। ভাল করে নাড়াচাড়া করে নিন। এই পদ্ধতিতে গুড় মেশালে কখনওই দুধ কেটে যাবে না।

৯) ঘন হয়ে এলে উপর থেকে কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিন। কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
আসছে পৌষ পার্বন, গুড়ের পায়েস রাঁধবেন কীভাবে?
১০) ঠান্ডা হলে পরিবেশন করুন।



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)