শুক্রবার ● ১২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সিলেট » সুনামগঞ্জে আদালতে বিচারকার্য চলা অবস্থায় ভিডিও, মুচলেকায় মুক্তি
সুনামগঞ্জে আদালতে বিচারকার্য চলা অবস্থায় ভিডিও, মুচলেকায় মুক্তি
সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারকার্য চলা অবস্থায় মোবাইলে ভিডিও করায় মুচলেকা দিয়েছেন এক ভিডিওধারণকারী। ভিডিও ধারণকারীর নাম সুজন আহমদ (২২)। সে সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. রইছ আলীর ছেলে।
মুচলেকায় উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারকার্য চলার সময় আমি ভিডিও ধারণ করেছি। কোন কিছু না বুঝে মোবাইলে ভিডিও ধারণ করে আমি আইন লঙ্ঘন করেছি। ভবিষ্যতে আমি আর কখনও আদালত, হাসপাতাল এবং সরকারি ও বেসরকারি অফিসে কোন কার্যক্রম চলা অবস্থায় ভিডিও ধারণ করব না।
এ ব্যাপারে সুজন আহমদ’র চাচা তাজ উদ্দিন বলেন, ভবিষ্যতে আমার ভাতিজা সুজন আহমদ ভিডিও ধারণ ও সমাজ বিরোধী কাজ যাতে না করে সে ব্যাপারে সচেষ্ট থাকবো।
জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল বললেন, এভাবে আদালতের বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করা অপরাধ। ব্যবস্থা নেওয়ায় কেউ ভবিষ্যতে এ ধরণের অপরাধ করবে না।
বিষয়: #আদালত #বিচারকার্য #ভিডিও #মুক্তি #মুচলেকা #সুনামগঞ্জ