শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আক্ষেপ ঘুচল উপাধ্যক্ষ শহীদের, ডাক পেয়েছেন মন্ত্রীত্বের
প্রথম পাতা » প্রধান সংবাদ » আক্ষেপ ঘুচল উপাধ্যক্ষ শহীদের, ডাক পেয়েছেন মন্ত্রীত্বের
৭২ বার পঠিত
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্ষেপ ঘুচল উপাধ্যক্ষ শহীদের, ডাক পেয়েছেন মন্ত্রীত্বের

আক্ষেপ ঘুচল উপাধ্যক্ষ শহীদের, ডাক পেয়েছেন মন্ত্রীত্বেরবর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী হতে ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বুধবার রাতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিয়োগদানের জন্য নির্ধারণ করা হলো।

যেখানে মন্ত্রী তালিকায় ১১ নম্বরে উপাধ্যক্ষ মো. আব্দুস শহিদ এমপির এমপির নাম রয়েছে। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি, তা এখনও নির্ধারণ করা হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনে নৌকা প্রতিক নিয়ে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এ নিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হন।

উল্লেখ্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে আব্দুস শহীদের সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান পরাজিত হয়েছিলেন। ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সংসদের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন ২০০১-২০১৯ পর্যন্ত।

তিনি জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি ও দশম সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সংসদ কমিটি, পিটিশন কমিটি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিরও সদস্য তিনি।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)