শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি
প্রথম পাতা » খেলা » সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি
৬৬ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে টানা দ্বিতীয়বার সংসদ নির্বাচনে জয়ী হয়েছে মাশরাফি। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ঘরোয়া লিগেও নিয়মিত খেলছেন। এ দুজন নতুন করে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেবে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে দেয়া হবে সে বিষয়ে এখনো ঠিক করিনি। কিভাবে কী করবো তা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করবো।

এসময় মাশরাফির পূর্ননির্বাচনকে তিনি ইতিবাচক হিসাবে দেখেছেন বলে জানান।

তিনি বলেন, মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।

নতুন সংসদ সদস্য সাকিবকে প্রতিভাবান উল্লেখ করে তার ভাষ্য, এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ববোধ সম্পর্কে সবাই জানে, সে ভালো বোঝে। এমপি হিসাবেও সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)