মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন
নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে জয়লাভের জন্য এবং পরিকল্পনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকেও অভিনন্দন জানায় দেশটি।
৯ জানুয়ারি, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিনন্দন বার্তা জানান। একই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
‘উচ্চ মানের’ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পরিসর সম্প্রসারিত করতে এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বের বৃহত্তর অগ্রগতির জন্য নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নির্বাচনের পর নিজেদের আইন অনুযায়ী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন।
এসময় মুখপাত্র পারস্পরিক শ্রদ্ধা, সমমর্যাদা, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে চীনের নীতি যে নীতি রয়েছে, তা উল্লেখ করেছেন।
বিষয়: #নির্বাচন ২০২৪