মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিরোধী দল গঠনের ইঙ্গিত এ কে আজাদের
স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিরোধী দল গঠনের ইঙ্গিত এ কে আজাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সংসদে বিরোধী দল গঠন করার ইঙ্গিত দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ।
৯ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ এনে এ কে আজাদ বলেন, শামীম হক নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে প্রভাব খাটিয়েছেন। ভোট কারচুপি করেছেন। ভোট বানচালের অপচেষ্টার অভিযোগে তাকে আইনের আওতায় আনার দাবি করছি।
এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত সমাজগঠন ও মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা চালু করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে দল-মত নির্বিশেষে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে সংসদে বিরোধী দল গঠন করার ইঙ্গিত দেন এ কে আজাদ।
নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সমৃদ্ধ ফরিদপুর গঠনের অঙ্গীকার করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফারুক হোসেন, সাংবাদিক প্রবীর শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিষয়: #নির্বাচন ২০২৪