মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » আগামী ২৬ জানুয়ারি শ্রুতি সিলেটের পিঠা উৎসব
আগামী ২৬ জানুয়ারি শ্রুতি সিলেটের পিঠা উৎসব
হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।
প্রতিবারের মত আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী শ্রুতি পিঠা উৎসব ১৪৩০ বাংলা।
দিনব্যাপী আয়োজন মালায় প্রতিবারের মত থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সমূহ, পিঠামেলা ও প্রতিযোগিতা। এতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এবারের পিঠা উৎসব শ্রুতির দ্বি-বিংশতম আয়োজন।
উল্লেখ্য, প্রতিবারের মত আয়োজনের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনায় অংশগ্রহন করবেন।
বিষয়: #উৎসব #পিঠা #সিলেট