শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে জামানত গেল মোকাব্বির-শমসের মুবিনসহ ২৪ জনের
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে জামানত গেল মোকাব্বির-শমসের মুবিনসহ ২৪ জনের
৫২ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে জামানত গেল মোকাব্বির-শমসের মুবিনসহ ২৪ জনের

সিলেটে জামানত গেল মোকাব্বির-শমসের মুবিনসহ ২৪ জনেরঅনেক আলোচনা-সমালোচনা মাথায় নিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমেছিলেন নতুন দল তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী। সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটের মাঠে শক্তিশালী না হলেও নানা সমীকরণে ছিলেন আলোচনায়। কিন্তু ভোটের হিসাব আর জোটের হিসাব- সবকিছুতেই ফ্লপ করলেন তিনি। শেষমেশ হারালেন জামানত।

২০১৮ সালে নানা সমীকরণে জয় পেয়েছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। তিনদিনে এমপি হয়েছেন; বলতেন জোর গলায়। নির্বাচিত হয়ে পাঁচ বছরে এলাকায় কাজও করেছেন বেশ। কিন্তু পেছনের ‘সাইনবোর্ড’ ভালো না হওয়ায় এবার জামানত হারালেন তিনিও।

সিলেট-২ আসনে নির্বাচনে গণফোরাম মনোনীত এমপি মোকাব্বির খান মাত্র ১ হাজার ৯২২ ভোট পান। আর শমসের মুবিন পান (সোনালি আঁশ) ১০ হাজার ৯৩৬ ভোট।

আরও পড়ুন > সিলেট বিভাগে ১৫ আসনে নৌকা, চারটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

উল্লিখিত দুজন ছাড়াও সিলেটের ছয়টি আসনে ৩৫ প্রার্থীর মধ্যে ২৪ জনই জামানত হারিয়েছেন।

সিলেট-২

জামানত হারিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল)। জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৪ ভোট। অবশ্য নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রোববারই মোকাব্বির ও ইয়াহইয়া ভোট বর্জন করেন। আর সোমবার সংবাদ সম্মেলন করে ফের ভোটের দাবি জানান।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির খান, তবে এবার উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত খুঁইয়েছেন আলোচিত এ প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারিয়েছেন পাঁচ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনি আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আবদুল মল্লিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন।

সিলেট-১

এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এখানে জামানত হারিয়েছেন বাকি চার প্রার্থী ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি)।

সিলেট-৩

আসনটিতে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম।

সিলেট-৪

সিলেট-৪ আসনে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির আবুল হোসেন ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান।

সিলেট-৫

আসনটিতে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. বদরুল আলম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ।

সিলেট-৬

জামানত হারিয়েছেন সিলেট-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)