সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়পুরহাটে ২টি আসনেই আওয়ামীলীগের জয়
জয়পুরহাটে ২টি আসনেই আওয়ামীলীগের জয়
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:: জয়পুরহাটে দুইটি আসনেই আওয়ামীলীগের জয়। জয়পুরহাট-১ আসনে এ্যাড. সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট-১ এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৭শ ২৭। মোট কেন্দ্র ১৫১ টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন এ্যাড. সামছুল আলম দুদু। তিনি তৃতীয় বারের মতো সংসদ নির্বাচিত হলেন। তিনি নৌকা মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৯৬ হাজার ০১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা কাঁচি মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭শ’ ৭৬ ভোট।
জয়পুরহাট-২ এ আসনে মোট ভোটার আসনে ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। মোট কেন্দ্র ১০৩টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভোট ১ লাখ ৫১ হাজার ১শ’ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তৃতীয় বারের মতো সংসদ নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর কাঁচি প্রতীকে ভোট পেয়েছেন ৩২ হাজার ৫শ’ ৪১ভোট।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়: #নির্বাচন ২০২৪