শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন দিল চার যুবক
মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন দিল চার যুবক
নির্বাচনের একদিন আগে মৌলভীবাজার শহরতলীর সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টায় এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলে গেইটের বাইরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে করে স্কুলের দরজায় কেরোসিন ছুঁড়ে মারে। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, ‘আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী ও সদর মডেল থানার নির্বাহী অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিষয়: #নির্বাচন ২০২৪