সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ভিডিও সংবাদ » বছরের প্রথম দিনেই সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ২১ লক্ষাধিক বই বিতরণ
বছরের প্রথম দিনেই সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ২১ লক্ষাধিক বই বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি
বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার উৎসাহ-উদ্দীপনায় আনন্দ আয়োজনে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।
শিক্ষার্থীদের হাতে রঙিন ফিতা ও ফুল দিয়ে বই বেঁধে বই বিতরণ উৎসবের উদ্বোধন করে শিশু নতুন বই তুলে দেন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।
জেলার ১২টি উপজেলায় ১৪৭৫টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লাখ ৫৮ হাজার ১৭১ বই ও ২৩৫টি উচ্চ মাধ্যমিক ও ৯২টি মাদ্রাসায় ৩৬ লাখ বই বিতরণ করা হয়েছে।
সোমবার(১লা জানুয়ারি)সকালে সুনামগঞ্জ জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসের সভাপতিত্বে ও জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের পরিচালনায় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর,সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা,আসিফ মোঃ সালেহীন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাছমিন বেগম চৌধুরী,সদর ইউআরসির ইন্সট্রাক্টর সৈয়দ আহমদ শাহলানসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বিষয়: #প্রতিষ্ঠান #প্রথম #বই #বিতরণ #লক্ষাধিক #শিক্ষা #সুনামগঞ্জ