শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধসে গেছে মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়ক, যান চলাচল বন্ধ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধসে গেছে মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়ক, যান চলাচল বন্ধ
৮৪ বার পঠিত
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধসে গেছে মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়ক, যান চলাচল বন্ধ

ধসে গেছে মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়ক, যান চলাচল বন্ধসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়কটি আবারো ধসে গেছে। কুশিয়ারা নদীর শাখা নদী কুরকুছি’র পাশ দিয়ে যাওয়া সড়কটির বেশ কিছু অংশ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধসে কুরকুছি নদীতে বিলীন হয়ে যায়। বর্তমানে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যত্র সরানো হয়েছে সড়ক ধসের জায়গায় থাকা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড।

গ্রামের ভিতর দিয়ে যাওয়া এই সড়কটি মল্লিকপুর-কুতুবপুর গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র সড়ক। এ ছাড়াও ভাদেশ্বর -মীরগঞ্জ-মানিককোনার জনসাধারণ এই সড়ক ব্যবহার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা বা চান্দপুর হয়ে সিলেট শহরে যোগাযোগমাধ্যম এই সড়ক ধসে যাওয়াও বিপাকে পড়েছেন হাজারও মানুষ।

গত কয়েক মাস আগে এই জায়গাটিতে ফাটল দেখা দিলে স্থানীয়রা চাঁদা তুলে ১০ লাখ টাকার মাটি ভরাট কাজ করিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তা চলে গেসে কুরকুছির পেটে।

এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন- পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলি গোলাম বারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইমার্জেন্সি ফান্ড দিয়ে ব্যবস্থা করা হবে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)