শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সিলেট » বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত
সুনামগঞ্জ প্রতিনিধি : প্রবাসীর কল্যাণ,মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার(৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রাশক কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করীম।
সভার শুরুতে জাতীয় প্রবাসী দিবসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করার পর প্রবাসী গমনেচ্ছুকদের উদ্দেশ্যে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বোরহান উদ্দিনের সভা সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন,প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা ব্র্যাকের সমন্বয়ক একে আজাদ, ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক কাজী নাজমুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের এম আর এস সি কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম , সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক আবদুল্লাহ আল নাহিয়ান, সাইকোসোশ্যাল কাউন্সিলর শাওন রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিদেশ গমনেচ্ছুকগণ।
বিষয়: #কর্মসূচি #জাতীয় #প্রবাসী #সুনামগঞ্জ