শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আটক
৭৬ বার পঠিত
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আটক

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক নোমান আটকসুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে একের পরএক মামলায় গ্রেফতার আতংকের মধ্যে ঘা ডাকা দিয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যে শুক্রবার বিকেলে পুলিশ শহর থেকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে।

নোমান সুনামগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকাবার বাসিন্দা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ খালেদ চৌধুরী আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাঁর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এখন পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

দলীয় সূত্রে জানা গেছে,সুনামগঞ্জে একের পর এক মামলা ও গ্রেপ্তারে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকেই বাড়ি ছাড়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদের প্রায় সবাই এখন আত্মগোপনে। ২৮ অক্টোবরের পর এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার সাত উপজেলায় মামলা হয়েছে ১৮টি। এসব মামলায় নামোল্লেখ ও নামছাড়া(অজ্ঞাত) আসামি আছেন এক হাজারের ওপরে। এ পর্যন্ত গ্রেপ্তার আছেন ৬০ জনের বেশি। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বাদী পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এসব মামলায় আসামি হলেন এক হাজার ৮৯ জন। এর মধ্যে নামোল্লেখ আছে ৪২৩ জনের। বাকি ৬৬৬ জন অজ্ঞাত আসামি। এসব মামলার মধ্যে সদর মডেল থানায় সাতটি, ছাতক থানায় দুটি, তাহিরপুর থানায় দুটি, শান্তিগঞ্জ থানায় দুটি ও দোয়ারাবাজার, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও দিরাই থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুলসহ বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আসামি আছেন। সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল তিনটি মামলার আসামি। একটি মামলায় আসামি আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)