শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » সিলেট-২ : ভোটের মাঠে আজও ‘ফ্যাক্টর’ ইলিয়াস আলী!
প্রথম পাতা » শিরোনাম » সিলেট-২ : ভোটের মাঠে আজও ‘ফ্যাক্টর’ ইলিয়াস আলী!
৬৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ : ভোটের মাঠে আজও ‘ফ্যাক্টর’ ইলিয়াস আলী!

সিলেট-২ : ভোটের মাঠে আজও ‘ফ্যাক্টর’ ইলিয়াস আলী!প্রতিটি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে সিলেট-২ হয়ে একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনি আসন। কারণ- আসনটি ছিলো বিএনপির এককালের শক্তিধর নেতা ইলিয়াস আলীর। তিনি এমপি থাকাকালে বিশ্বনাথ-ওসমানীনগরের ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে আজও ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে আছেন সেই ইলিয়াস আলী।

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথে কিছুটা জমে উঠেছে নির্বাচনি আমেজ। প্রার্থী-সমর্থকরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। দ্ইু উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয়-স্বতন্ত্র মিলিয়ে ৭জন প্রার্থী। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি।

বিএনপিবিহীন নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেও আলোচনায় রয়েছেন দলটির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী। বর্তমান অনেক প্রার্থী ইলিয়াস আলী সংসদ সদস্য থাকাকালে তার উন্নয়নচিত্র তুলে ধরে এবং নিখোঁজ হওয়ার পরে নেতাকর্মীদের উপর হামলা ও রাজনৈতিক মামলায় নাজেহাল নেতাকর্মীদের প্রতি দরদ দেখাচ্ছেন। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও বিএনপির ভোট টানতে বিভিন্ন কৌশলে রয়েছেন একাধিক প্রার্থী। একাধিক মামলায় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের খোঁজ করে তাদের বাড়ি-বাড়ি গিয়ে সহানুভূতি দেখিয়ে ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার আন্দোলন বেগবানে করতে সহায়তার আশ্বাস দিয়ে বিএনপির নেতাকর্মীদের ভোট টানতে ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সমর্থকরা।

তবে, এসব বিষয়ে কান না দিতে আহবান জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা। এক বিজ্ঞপ্তিতে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নাম ব্যবহার করে যারা নির্বাচনে ফায়দা নিতে চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রে বিশ্বাস না করে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে সহযোগিতা এবং অংশ গ্রহণ না করার আহবান জানিয়েছেন তিনি।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁন হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। প্রায় ১১ বছর ধরে ‘নিখোঁজ’ এম.ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা রাখছেন বিএনপির নেতাকর্মীরা। এমন অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-২ আসেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান,গনফোরামের মোকাব্বির খান এবং তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী আব্দুর রব মল্লিক প্রশংসায় ভাসাচ্ছেন ইলিয়াস আলীকে। নির্বাচনী সভা সমাবেশে তুলে ধরছেন ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকাণ্ড। তৃণমূল বিএনপি মানেই বিএনপি- সাধারণ ভোটারদের এমনটা বুঝাচ্ছেন আব্দুর রব মল্লিক। ইলিয়াস আলীর নাম ব্যবহার করে এমপি হওয়ার স্বপ্নে তারাও বিভোর।

আব্দুর রব মল্লিক বিভিন্ন সভা-সমাবেশে বলছেন, বিগত ১৯৭১ সাল থেকে ২০২৩ পর্যন্ত যত এমপি এখানে এসেছেন সব এমপি মিলে ওসমানীনগর-বিশ্বনাথের যতটুকু কাজ করিয়েছেন তার থেকে দ্বীগুন কাজ করিয়েছেন এম ইলিয়াস আলী। ইলিয়াস ভাই যেখানে থাকুক আমাদের মাঝে ফিরে আসুক আমরা দোয়া করি তার জন্য। ইলিয়াস ভাই যদি নির্বাচনের একদিন আগেই আসেন তাহলে আমি এই নির্বাচন প্রত্যাহার করব।

এই আসনে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী বিএনপির ভোটারদের কাছে টানার চেষ্টায় রয়েছেন। তাই ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর কথা বলে বিএনপির ভোটারদের মনে জায়গা করে নিতে চালাচ্ছেন প্রচেষ্ঠা। ভোটারদের কাছে টানতে ও পক্ষ-প্রতিপক্ষকে দুর্বল করতে ইলিয়াস আলীকে সামনে এনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। সব কিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না থাকলেও ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে আলোচনায় রয়ে গেছেন ইলিয়াস আলীসহ তার পরিবার।

বিএনপির সমর্থিত সাধারণ ভোটাররা জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে ভোট দিবেন এমন প্রত্যাশা করে তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএনপি’র প্রত্যেকটা নেতাকর্মীরা ১৩ থেকে ২০ টা পর্যন্ত সর্বোচ্চ মামলার আসামি হয়েছেন। কিন্তু আমার ৫ বছরে ওসমানীনগর-বিশ্বনাথের একজন নেতাকর্মীরও রাজনৈতিক মামলার আসামী হয়নি। তারা নির্বাচন বয়কট করে ঘরে বসে থাকলেও পরবর্তীতে যে মামলার থেকে রেহাই পবে তার কোন গ্যারান্টি নেই। আমি এমপি থাকাবস্থায় তারা সবচেয়ে বেশি নিরাপদে ছিল। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিবে এটা বিশ্বাস রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন বলেন, পরিকল্পিত পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। সুতরাং আমাদের কোনো প্রার্থী নেই। ইলিয়াস পরিবারের নাম ভাঙ্গিয়ে কেউ নির্বাচন করতে গেলে এর সমুচিত জবাব আমরা দেব। তৃণমূল বিএনপি বলতে আমরা কিছু জানি না। আমাদের নেতাকর্মীদের আমরা মেসেজ দিয়েছি- সাজানো নির্বাচন বর্জন করার। সিলেটভিউ২৪ডটকম



বিষয়: #


শিরোনাম এর আরও খবর

সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
এবারও বুক চিতিয়ে উপকূলকে রক্ষা করল সুন্দরবন এবারও বুক চিতিয়ে উপকূলকে রক্ষা করল সুন্দরবন
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)