শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » পত্নীতলায় আমাইড় ইউনিয়নে বামন কুড়িতে ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালন।
প্রথম পাতা » বাংলাদেশ » পত্নীতলায় আমাইড় ইউনিয়নে বামন কুড়িতে ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালন।
১৪২ বার পঠিত
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পত্নীতলায় আমাইড় ইউনিয়নে বামন কুড়িতে ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালন।

পত্নীতলায় আমাইড় ইউনিয়নে বামন কুড়িতে ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালন।দিলিপ চৌহান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :পত্নীতলা উপজেলা আমাইড় ইউনিয়নে বামনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ৪৮তম আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরাই উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৩ সময় বিকাল ৫ ঘটিকায়। সহরাই উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী সক্ষম পাহান এর সভাপতিত্বে ও সহরায় উৎসব উদযাপন কমিটি যুগ্ন আহবায়ক তিতাস মাডী (মাহালী)এর সঞ্চালনায়। প্রধান অতিথি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক জনাব শ্রী নরেন পাহান, বিশেষ অতিথি আমাইড় ইউনিয়ন পরিষ দের চেয়ারম্যান,মোঃ শহিদুল ইসলাম।
রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আরিফুল রহমান আরিফ।
পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী দিলিপ চৌহান,আমাইড় ইউনিয়ন,আওয়ামী লীগের সভাপতি,মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল, আমাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পরেশ টুডু,দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলা সমন্বয়ক মোঃ আসির উদ্দীন। আমাইড় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন।
আমাইড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিনতি রানী।উপজেলা ‌আদিবাসী যুব পরিষদ আহবায়ক সুকুমার পাহান, নওগাঁ জেলা আদিবাসী ছাত্র পরিষদ আহবায়ক মিঠুন পাহান, শাকিল পাহান, শ্রী নিবারণ কর্মকার,সহ আমাইড় ইউনিয়ন , ওয়ার্ড, গ্রাম কমিটির আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদে সদস্য গন সহ আদিবাসী মহিলা পুরুষ প্রমুখ উপস্থিত ছিলেন ।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)