বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » হাতিয়াতে ৭২ হাজারে বিক্রি হলো ৪ মণ ওজনের শাপলা পাতা মাছ
হাতিয়াতে ৭২ হাজারে বিক্রি হলো ৪ মণ ওজনের শাপলা পাতা মাছ
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ।পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়।বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে।তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।
সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, বুধবার থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে।বুধবার ভোরে ৭২ হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে।স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর বুধবার ভোরে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন।এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল।মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়।১৬ হাজার টাকা মণে বিক্রি করা হয় মাছ গুলো।
বিষয়: #পাতা #মাছ #শাপলা #হাতিয়া