মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্য » ইউনিসেফ-সিসিকের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
ইউনিসেফ-সিসিকের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
সিসিকের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচি ও এডিস মশা নিধন কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স হল রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক অবহিতকরণ সভায় সভাপিতত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিসেফ সিলেট এর অফিস প্রধান দিল আফরোজা, ইউনিসেফ সিলেট এর সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার শেখ আলী হায়দার আজম।
সভায় ডেঙ্গু সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মৃদুল গুপ্ত ও সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহন করেন সিভিল সার্জন সিলেট এর মেডিকেল অফিসার ডাঃ স্বপনীল সৌরভ রায়।
অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবীব আহমদ শিহাব, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যাবস্থপনা কর্মকর্তা লে.কর্নেল অবঃ মোহাম্মদ একলিম আবেদীন, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
এসময় ইউনিসেফ কর্মকর্তারা জানান, সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য কাজের সাথে ডেঙ্গু মশা নিধনের পাশাপাশি ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে ইউনিসেফের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিষয়: #ইউনিসেফ #ডেঙ্গু #সিসিক