মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
রাণীনগরে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে দুইদিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এমেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ফারজানা হক, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বিষয়: #উদ্বোধন #বিজ্ঞান #মেলা #রাণীনগর